ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

0

চন্দনাইশ দেওয়ানহাট এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন সাইফুল ইসলাম রকি (২১) ও হামিদ হাসান মিশকাত (২২)।

নিহত মিশকাতের বাড়ি লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান এলাকায়। তিনি সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সাইফুল ইসলাম রকির বাড়ি চন্দনাইশ এলাকায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে বলেন, লোহাগাড়া থেকে চট্টগ্রাম শহরে আসার পথে দেওয়ানহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রকি নিহত হন।

গুরুতর আহত অবস্থায় মিশকাতকে রাত ২টার দিকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জয়নিউজ/রুবেল/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM