নগরশোভা! নিজস্ব প্রতিবেদক 29 January 2019 12:58 pm ২০১১ বিশ্বকাপের আগে নগরের নিমতলা বিশ্বরোড মোড়ে নির্মিত হয় জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড়দের ভাস্কর্য। নগরের শোভাবর্ধন করলেও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ভাস্কর্যগুলো বিবর্ণ হয়ে পড়েছে। ধুলায় ধূসর ভাস্কর্যগুলোর আজ বেহাল দশা। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে ছবিগুলো তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া। 0 শেয়ার 0 শেয়ার