৪ মন্ত্রীর সংবর্ধনা স্থগিত

0

নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিতব্য চার মন্ত্রীর সংবর্ধনা সভা স্থগিত করা হয়েছে। উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরীর মৃত্যুতে এই সংবর্ধনা সভা স্থগিত করা হয়।

২৯ জানুয়ারি (মঙ্গলবার) নগরের লালদীঘি মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের কথা ছিল।

রোববার দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক যৌথ জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন, এ টি এম পেয়ারুল ইসলাম, মোছলেহ উদ্দিন মনসুর উপস্থিত ছিলেন।

জয়নিউজ/কাউছার/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM