তদন্ত কমিটির সংবাদ সম্মেলন বিকালে

নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনা বিষয়ে গঠিত তদন্ত কমিটির সংবাদ সম্মেলন সোমবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায়। এতে বক্তব্য রাখবেন কমিটির সদস্য ও এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশের (এএআইজি-বিডি) প্রধান ক্যাপ্টেন সালাহ্উদ্দিন এম রহমত উল্লাহ।

- Advertisement -

বিমান চলাচল কর্তৃপক্ষে (বেবিচক) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

- Advertisement -google news follower

নেপালের কাঠমান্ডু পোস্টসহ বেশ কিছু গণমাধ্যম দুর্ঘটনায় তদন্ত কমিটির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন করেছে। সেখানে পাইলটের অস্বাভাবিক আচরণসহ বারবার ধূমপানের কথা উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহা-ব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, রিপোর্টগুলো আমরা দেখেছি। এবার আমাদের ব্যাখ্যা জানাব।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, ইউএস-বাংলা এয়ারলাইনসের ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের বিমানটি গত বছরের ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনা তদন্তে নেপাল সরকার ছয় সদস্যের একটি কমিটি গঠন করে। বাংলাদেশ থেকেও তদন্তে যুক্ত হয় ৬ সদস্যের একটি দল।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM