টেকনাফে গুলিবিদ্ধ দুই মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

0

কক্সবাজারের টেকনাফে তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশের পাশ থেকে পুলিশ অস্ত্র ও ইয়াবা উদ্ধার করে। নিহতরা হলেন মিনাবাজার এলাকার ফরিদ আলমের ছেলে দেলোয়ার হোসেন রুবেল (২৫) ও সফর আলীর ছেলে মোহাম্মদ রফিক (৩০)।

সোমবার (২৮ জানুয়ারি) ভোরে টেকনাফের মিনাবাজার এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৪ হাজার পিস ইয়াবা, দুটি এলজিসহ ৬ রাউন্ড গুলি ও গুলিবিদ্ধ দুই মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র-ইয়াবাসহ গুলিবিদ্ধ দুটি লাশ উদ্ধার করে।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

জয়নিউজ/শামীম/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM