দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে হত্যা

0

দক্ষিণ আফ্রিকার জুলু নাটাল প্রদেশের পিটা মেরিজবার্গ শহরে মো. শাহ পরান নামে এক বাংলাদেশি যুবককে হত্যা করেছে কৃষ্ণাঙ্গরা।

রোববার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) দিকে এ ঘটনা ঘটে।

আরাফাত চৌধুরী রাহাত নামে সে দেশে অবস্থানকারী আরেক প্রবাসী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি সুপার মার্কেটের দোকানে স্থানীয় কৃষ্ণাঙ্গের সাথে পণ্যের দামকে কেন্দ্র করে শাহ পরানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি এবং তারপর শাহ পরানকে ছুরিকাঘাত করে হত্যা করে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা।

নিহত শাহ পরান ফেনী শহরের মহিপাল মধ্যম চাড়িপুর ভূঞা বাড়ির ছেলে।

জয়নিউজ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM