অমৃতার ‘রোমিও রংবাজ’

0

নতুন ছবি নিয়ে ফের বড়পর্দায় হাজির হচ্ছেন ঢাকাই ছবির নায়িকা অমৃতা। ‘রোমিও রংবাজ’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অমৃতা।

এতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত নায়ক সালমান রাহগীর। এছাড়াও রয়েছেন শিমুল খান ও নবাগতা ফাহমিদা। ছবিটি পরিচালনা করছেন সায়েম জাফর ইমামী।

নতুন ছবিটি নিয়ে নির্মাতা জানান, এই ছবিটির মাধ্যমে দু’জন নতুন মুখ উপহার দেওয়া হচ্ছে।

রোমান্টিক অ্যাকশন ধাঁচের এই সিনেমাটির শুটিং শুরু হবে ১ ফেব্রুয়ারি।

জয়নিউজ/পলাশ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM