রেলমন্ত্রীকে চসিক মেয়রের ফুলেল শুভেচ্ছা

0

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রামে আসায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ও জয়নিউজ চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দিন। রোববার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন নগরপিতা।

মেয়র চট্টগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে মন্ত্রীর সঙ্গে আলাপচারিতা করেন এবং যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। রেলমন্ত্রী চট্টগ্রামের উন্নয়ন কাজে মেয়র আ জ ম নাছির উদ্দিনকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, সাবেক সাংসদ মাজহারুল হক শাহ, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম, সাবেক পিপি অ্যাডভোকেট আবুল হাশেম, অতিরিক্ত পিপি অশোক দাশ, অ্যাডভোকেট এম এ নাছের চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সদস্য বেলাল আহমেদ, মেয়রের একান্ত সহকারী রায়হান ইউসুফ প্রমুখ।

জয়নিউজ/রুবেল/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM