রোহিঙ্গাবাহী নৌকা ফেরত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্ট দিয়ে শূন্যরেখা অতিক্রমের সময় ১১ রোহিঙ্গাবাহী একটি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।

- Advertisement -

ওই নৌকায় পাঁচ শিশু, তিন নারী ও তিনজন পুরুষ ছিলো বলে জানিয়েছেন বিজিবি সদস্যরা।

- Advertisement -google news follower

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মো. শরীফুল ইসলাম জোয়ার্দার জানান, রাত সোয়া ১১টার দিকে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্টে মিয়ানমারের দিক থেকে আসা একটি নৌকাকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য সংকেত দেয়। এরপরও রোহিঙ্গাবাহী নৌকাটি বাংলাদেশের জলসীমা অতিক্রম করতে চাইলে বিজিবির সদস্যরা নৌকাটি ফিরিয়ে দেয়।

মেজর শরীফুল জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধসহ যে কোনো অপরাধ দমনে বিজিবি নজরদারি অব্যাহত রেখেছে।

- Advertisement -islamibank

এক বছর আগে আগস্ট মাসেই মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান শুরুর পর ৭ লাখের বেশি রোহিঙ্গা নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

এই রোহিঙ্গাদের ফের নিতে মিয়ানমার প্রতিশ্রুতি দিলেও প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হওয়ার মধ্যে সোমবার রাতে বাংলাদেশে আসতে চাওয়া রোহিঙ্গা নৌকা ফেরৎ পাঠানো হল।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM