জাতীয় ঐক্যের ডাক কথার কথা: ফখরুল

0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় ঐক্যের আহ্বান ‘কথার কথা’। এই আহ্বানকে বিবেচনায় নিচ্ছে না বিএনপি।

শনিবার (২৬ জানুয়ারি) জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “জাতীয় ঐক্যের ব্যাপারে উনি (প্রধানমন্ত্রী) যে ডাক দিয়েছেন, সেটাকে তো মেনে নেওয়ার কোনো কারণ নেই। কারণ তারা যে বিষয়টা নির্বাচনের সময় দেখিয়েছেন, আমাদের সঙ্গে যে সংলাপ হল, তখন তিনি যে কথাগুলো দিয়েছিলেন, সেই কথাও কি উনি রাখতে পেরেছেন?”

মির্জা ফখরুল যোগ করেন, “একটা কথাও তিনি রাখতে পারেননি অর্থাৎ রাখেননি। তিনি বলেছেন, গ্রেপ্তার হবে না, নতুন কোনো মামলা হবে না এবং একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে, একটাও হয়নি।”

জয়নিউজ/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM