ইয়েমেনে নিহত শিশুদের গণদাফন

গত সপ্তাহে ইয়েমেনের একটি বাসে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় নিহত শিশুদের দাফনে জড়ো হয় কয়েক হাজার মানুষ।

- Advertisement -

শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত ইয়েমেনের উত্তরাঞ্চল সাদাতে শিশুদের দাফন করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

- Advertisement -google news follower

দাফনে অংশ নেওয়া ইয়েমেনিরা সৌদি আরবের বিরুদ্ধে স্লোগান দেয়। হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনের নির্বাচিত প্রেসিডেন্টের পক্ষে সামরিক অভিযান পরিচালনা করছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।

হামলার বিষয়ে জোটের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের পদক্ষেপ ছিল বৈধ। পরে তারা জানায়, অনাকাক্সিক্ষত হতাহতের ঘটনা তদন্ত করা হবে।

- Advertisement -islamibank

গত বৃহস্পতিবার সাদ প্রদেশে একটি বাসে ভ্রমণরত ৫১ জন সৌদি জোটের হামলায় নিহত হয়। এর মধ্যে শিশুর সংখ্যা ছিল ৪০। বেশিরভাগ শিশুর বয়স ছিল ১০ থেকে ১৩ বছর।

হুথিরা এই বিমান হামলাকে ইয়েমেনের শিশুদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অপরাধ বলে আখ্যায়িত করেছে।

হুথিবিরোধী এই জোট যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের কাছ থেকে সরঞ্জাম ও গোয়েন্দা তথ্য সহযোগিতা পাচ্ছে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বৃহস্পতিবারের বিমান হামলার স্বাধীন ও দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM