রাজনীতির মহাবিপর্যয়ে বিএনপি: কাদের

0

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনের পর বিএনপি এখন মহাবিপর্যয়ে পতিত হয়েছে। পথিক যেমন পথ হারিয়ে দিশাহীন হয়ে যায়, বিএনপির অবস্থাও এখন তেমন।

শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে গাজীপুরের কোনাবাড়িতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উড়ালসড়কের উন্নয়নকাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ভবিষ্যতে আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপির সব নির্বাচন বর্জনের ঘোষণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনে আসা না আসা তাদের সিদ্ধান্ত। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ না করার পরিণতি অচিরেই তাদের ভোগ করতে হবে। নির্বাচন বর্জনের মধ্য দিয়ে তারা আরও সংকুচিত হওয়ার মতো আত্মঘাতী পথ বেছে নিয়েছে।

জয়নিউজ/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM