ভারতে ৮ বছরের ছাত্রীকে ধর্ষণ করল প্রধান শিক্ষক!

0

ভারতে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, গত মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশের হাদ্রাবাদ থেকে ২৯৫ কিলোমিটার দূরে প্রাথমিক স্কুলে ঘটনাটি ঘটে। অভিযোগ আট বছরের মেয়েটিকে ফাঁকা একটি ঘরে ধর্ষণ করে  তারই স্কুলের প্রধান শিক্ষক।

মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে পৌঁছলে অভিভাবকরা জামায় রক্তের দাগ দেখতে পান। পরে মেয়েটি মাকে পুরো ঘটনা এবং নিজের যন্ত্রণার কথা খুলে বলে। তিনি মেয়েকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরার জানান মেয়েটি যৌন হেনস্থার শিকার হয়েছে।

সমাজকর্মীরা বিষয়টি জানতে পেরে মেয়েটির মাকে বুঝিয়ে থানায় নিয়ে যান। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি)  মেয়েটির মা একটি  ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

এদিকে অন্ধ্রপ্রদেশের মানবসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী গন্তা শ্রী নিবাস বিষয়টি জানতে পেরে স্কুল কমিশনারকে ওই প্রধান শিক্ষককে বরখাস্ত করার পাশাপাশি ঘটনাটি তদন্তের নির্দেশও দিয়েছেন।

জয়নিউজ/পলাশ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM