বান্দরবানে নারী উদ্যোক্তাদের পণ্যমেলা শুরু

বান্দরবানে চারদিনব্যাপী নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসন চত্বরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত পণ্যমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম।

- Advertisement -

এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আরাফাত, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মসূচি পরিচালক পারভিন সুলতানা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরীসহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

- Advertisement -google news follower

আয়োজকরা জানান, নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্যের প্রচার, বাজারজাতকরণ এবং জয়ীতাদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের ২৪টি স্টল স্থান পেয়েছে। মেলা চলবে আগামী ২৭টি জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও রয়েছে।

জয়নিউজ/আলাউদ্দিন/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM