নগরে মৎস্যসম্পদ সংরক্ষণ বিষয়ক সভা

0

মৎস্যসম্পদ সংরক্ষণ ব্যবস্থাপনা, উন্নয়ন ও অবৈধ আহরণ রোধ বিষয়ক মতবিনিময় সভা বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। তিনি বলেন, আমাদের রুট ব্যবহার করে মিয়ানমার, ভারতসহ অন্যকোনো দেশের ট্রলার বা জাহাজ বাংলাদেশে অনুপ্রবেশ করলে কোনো ছাড় দেওয়া হবে না।

প্রতিমন্ত্রী বলেন, দেশের মৎস্য সংরক্ষণে লাইনেন্সবিহীন কোনো ট্রলার চলাচল করতে পারবে না। একইসাথে জাটকা মাছ নিধনরোধে ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকবে। কোনোভাবে জাটকা মাছ ধরতে দেওয়া যাবে না। এ সময়ের মধ্যে কেউ মাছ ধরলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আন্তর্জাতিক বাজারে ক্রমশ সামুদ্রিক মাছের চাহিদা বাড়ছে জানিয়ে তিনি বলেন, আমরা এখন বিশ্বের বিভিন্ন দেশে মাছ রপ্তানি করলেও চাহিদার সাথে সামঞ্জস্য রক্ষা করতে পারছি না। কারণ আমাদের পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারছি না। এক্ষেত্রে সবাইকে আরো সচেতন  হতে হবে।

সভায় কক্সবাজারের মহেশখালী সংসদীয় আসনের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক ছাড়াও মৎস্য মন্ত্রণালয়ের সচিব রাইসুল আলম মণ্ডল,মহাপরিচালক আবু সাইদ মো. রাশেদুল হক উপস্থিত ছিলেন।

জয়নিউজ/হিমেল/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM