মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কক্সবাজারের মহেশখালী উপজেলায় পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধের ঘটনায় মাতারবাড়ি এলাকার শীর্ষ ডাকাত হেলাল উদ্দিন (৩৫) ওরফে হেলাল ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

- Advertisement -

বুধবার (২৩ জানুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

মহেশখালী থানার এসআই জুয়েল জয়নিউজকে জানান, বুধবার গভীর রাতে উপজেলার মাতারবাড়িতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মহেশখালী থানার পুলিশ অভিযান চালায়।

তিনি আরো জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় ডাকাতের ছোঁড়া গুলিতে কনস্টেবল টুটুল আহত হন। একপর্যায়ে ডাকাতদল পিছু হটে যায়। এ সময় ঘটনাস্থল থেকে হেলাল ডাকাতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাকে মহেশখালী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -islamibank

নিহত হেলাল মাতারবাড়ির হংস মিয়াজিরপাড়া এলাকার মৃত জাগির হোসেনের ছেলে। তার বিরুদ্ধে দুইটি হত্যা মামলা ও তিনটি অস্ত্র মামলাসহ ডজনখানেক মামলা রয়েছে।

জয়নিউজ/গিয়াস/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM