চট্টগ্রাম পৌঁছেছে রংপুর রাইডার্স

0

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের ম্যাচে অংশ নিতে বন্দরনগরীতে এসে পোঁছেছে রংপুর রাইডার্স দল।

বুধবার (২৩ জানুয়ারি) বিকাল চারটায় নগরের পাঁচতারা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে এসে পৌঁছায় মাশরাফি মর্তুজার নেতৃত্বাধীন দলটি।

অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ বলেন, বুধবার বিকেলে শাহ আমানত বিমানবন্দর থেকে হোটেল রেডিসনে এসে পৌঁছেছে রংপুর রাইডার্স। বৃহস্পতিবার বাকি দলগুলোর আসার কথা রয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তায় তিনটি হোটেলে শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া রয়েছেন সাদা পোশাকধারী পুলিশও।

এদিকে খেলোয়াড়রা এসে পৌঁছানোর পর হোটেলের সামনে ক্যারিবীয় ক্রিকেট তারকা ক্রিস গেইলসহ দলের অন্যান্য খেলোয়াড়দের দেখার জন্য ভক্তদের ভিড় জমে।

উল্লেখ, শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় চিটাগাং ভাইকিংস ও রংপুর রাইডার্স মুখোমুখি হবে।

জয়নিউজ/ফয়সাল/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM