মুক্তিযোদ্ধাদের মুখে রণাঙ্গনের গল্প শুনলেন শিক্ষার্থীরা

সিএমপি ও কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগ

0

মুক্তিযোদ্ধাদের মুখে রণাঙ্গনের গল্প শুনেছেন শিক্ষার্থীরা। ‘মুক্তিযুদ্ধের গল্প শোন: তারুণ্যের ভাবনা ও অঙ্গীকার’ শিরোনামের এক সমাবেশে এই সুযোগ মেলে আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপ পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) এস এম মোস্তাইন হোসেন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিএসবি) শাকিলা সোলতানা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ, সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন) মোঃ আশিকুর রহমান, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি সদস্য সচিব ও জয়নিউজ সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত, আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা আক্তার উপস্থিত ছিলেন।

জয়নিউজ/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM