শিশু হত্যার দায়ে বান্দরবানে সৎ মায়ের যাবজ্জীবন

বান্দরবানে নয় বছরের শিশুকে হত্যার দায়ে তার সৎমা সাবেকা আক্তারকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

- Advertisement -

সোমবার (২১ জানুয়ারি) বান্দরবান জেলা ও দায়রা জজ হ্লামং এর আদালত এই আদেশ দেন।

- Advertisement -google news follower

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৬ জানুয়ারি জেলা সদরের কালাঘাটায় নিজ বাড়িতে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী শিশু সানজিদা খানমকে (৯) শ্বাসরোধ করে হত্যা করে তার সৎ মা সাবেকা আক্তার।

খবর পেয়ে পুলিশ শিশুর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ হত্যাকারী সৎ মাকে গ্রেপ্তার করে।

- Advertisement -islamibank

পরে শিশুর মা রাশেদা বেগম বাদী হয়ে বান্দরবান সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেদারুল আলম জয়নিউজকে বলেন, ২০১৫ সালে নয় বছরের এক শিশুকে হত্যা মামলায় দায়রা জজ আদালত সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

রায়ের পর সাবেকা আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে।

জয়নিউজ/আলাউদ্দিন/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM