সীমান্তে আটকে থাকা ৩১ রোহিঙ্গাকে নিয়ে গেছে বিএসএফ

0

গত তিন দিন ধরে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত ৩১ জন রোহিঙ্গাকে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির পক্ষ থেকে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবার গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ৩১ রোহিঙ্গাকে মঙ্গলবার সকাল ৭টার দিকে ভারতে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

গত ১৮ জানুয়ারি সন্ধ্যা থেকে খোলা আকাশের নিচে অবস্থান করছিল ১৭ শিশুসহ ৩১ রোহিঙ্গার ওই দলটি। স্থানীয়রা জানান, ভারতীয় সীমান্তরক্ষীরা আটকা পড়া এই রোহিঙ্গাদের জন্য মাঝেমধ্যে খাবারের ব্যবস্থা করছিল।

এদিকে এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

জয়নিউজ/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM