আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব: মেয়র

বাংলাদেশে আগের চেয়ে গরিবের সংখ্যা কমেছে এবং বৃদ্ধি পেয়েছে মানুষের ক্রয়ক্ষমতা। আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব সরকার।

- Advertisement -

মঙ্গলবার (২২ জানুয়ারি) বেলা ১২টায় জিইসি কনভেনশন হলে ৬ দিনব্যাপী ১০ম চট্টগ্রাম ফার্নিচার মেলার উদ্বোধনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এ কথা বলেন।

- Advertisement -google news follower

মেয়র বলেন, ফার্নিচার ব্যবসা এখন দিনে দিনে সমৃদ্ধ হচ্ছে। দেশীয় ক্রেতাদের জন্য তৈরি হচ্ছে রুচিশীল ফার্নিচার। দেশের চাহিদা পূরণ করে বিদেশেও যাচ্ছে বাংলাদেশের ফার্নিচার।

এবারের মেলায় ৩৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। কো-স্পন্সর রয়েছে ১০টি প্রতিষ্ঠান। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। মেলায় প্রবেশমূল্য রাখা হয়েছে ১০ টাকা।

- Advertisement -islamibank

আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব: মেয়র

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি সৈয়দ এ এস এম নুরুল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক ও মেলা কমিটির আহ্বায়ক মাকসুদুর রহমান, যুগ্ম আহবায়ক এম এন আজম খান, সদস্য সচিব মো. সাইফুদ্দিন দুলাল, সদস্য এম. নাছের সৈয়দ, এম. ইফতেখার উদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. ইকবাল, আগ্রাবাদ এক্সেস রোড ইউনিটের সাংগঠনিক সম্পাদক জাহেদ হোসেন টিপু, প্রচার সম্পাদক নঈম উদ্দিন, দপ্তর সম্পাদক মো. শাহ আলম, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, চিটাগাং ইভেন্টসের চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, এমডি আয়েশা বেগম, সিইও মো. মনজুরুল ইসলাম রায়হান, ইভেন্ট এক্সিকিউটিভ মো. রাসেল, ইরফান, মো. মেহেদী।

জয়নিউজ/ফয়সাল/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM