৩১ রোহিঙ্গাকে ফিরিয়ে নিল বিএসএফ

বাংলাদেশে পুশব্যাকে ব্যর্থ হয়ে ৪ দিন পর ৩১ রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়ে গেল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখা থেকে তাদের ফিরিয়ে নেওয়া হয়।

- Advertisement -

গত ১৮ জানুযারি সন্ধ্যা ৭টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা কাজিয়াতলী সীমান্তের নো-ম্যানস ল্যান্ড দিয়ে ৩১ রোহিঙ্গাকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে বিএসএফ।

- Advertisement -google news follower

কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর জানান, এরমধ্যে ১৭ শিশু, ৮ পুরুষ ও ৬ জন নারী ছিল। বিএসএফ তাদের বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করছিল। কসবা সীমান্তে সতর্ক অবস্থান নেয় বিজিবি।

তিনি জানান, বিজিবি ২৫ ব্যাটালিয়নের সাথে বিএসএফ দফায় দফায় পতাকা বৈঠক করে। এ অবস্থায় গত ৪দিন ধরে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে অবস্থান করছিল রোহিঙ্গারা।

- Advertisement -islamibank

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কবীর বলেন, তাদেরকে ফিরিয়ে নিতে বিএসএফের সাথে একাধিকবার পতাকা বৈঠক হয়েছে। সীমান্তের শূন্যরেখায় অবস্থানকরীরা বাংলাদেশের নাগরিক নয়। এজন্য তাদেরকে গ্রহণ করতে পারিনি।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM