ডিজিটাল নিরাপত্তা আইনে মহিলা দলের নেত্রী গ্রেপ্তার

0

ফেসবুকে রাষ্ট্রবিরোধী ও আইন-শৃঙ্খলা বাহিনীকে নিয়ে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে নগর মহিলা দলের প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটাকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। সোমবার (২১ জানুয়ারি) গভীর রাতে নগরের জিইসি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান জয়নিউজকে বলেন, লিটা ফেসবুকে অব্যাহতভাবে রাষ্ট্রবিরোধী ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে তার বিরুদ্ধে খুলশী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এ মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জয়নিউজ/রুবেল/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM