চট্টগ্রামে জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন মঙ্গলবার

0

চট্টগ্রামে পাঁচ দিনব্যাপি ৪৮তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে মঙ্গলবার।

সোমবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

সংবাদ সম্মেলনে গোলাম ফারুক বলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলবার (২২ জানুয়ারি) নগরের এম এ আজিজ স্টেডিয়ামে ৪৮তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।

এবারের প্রতিযোগিতায় দেশের চারটি অঞ্চল থেকে (বকুল- কুমিল্লা ও সিলেট, গোলাপ- বরিশাল ও খুলনা, পদ্ম- ঢাকা ও ময়মনসিংহ এবং চাঁপা- রাজশাহী ও রংপুর) ৮০৮ জন শিক্ষার্থী, ৫২ জন টিম লিডার, ৪ জন কন্টিজেন্ট লিডারসহ সর্বমোট ৮৬৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সচিব প্রফেসর শওকত আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম।

জয়নিউজ/ফয়সাল/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM