রাউজানে পিকনিকের বাসচাপায় কলেজছাত্রী নিহত

0

রাউজানে পিকনিকের বাসচাপায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় রাউজান উপজেলা পরিষদের সামনে দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের এয়াসিন নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দুটি বাস রাঙামাটি পিকনিকে যাচ্ছিল। শিক্ষাথীদের বহনকারী একটি বাস (চট্ট মেট্রো-ব -০২-০১৩১) উপজেলা পরিষদ গেটের সামনে দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়কে হাটহাজারী কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী রেশমা আকতারকে (২০) চাপা দেয়। গুরুতর আহত রেশমাকে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা ঘাতক বাস ও এর চালক জসিমকে (৩৬) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে ।

রাউজান থানার ওসি কেফায়েত উল্ল্রাহ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে ।

রেশমা উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হিংগলা নতুনপাড়া এলাকার মুনির উদ্দিনের কন্যা।

জয়নিউজ/শফিউল/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM