পেকুয়ায় মসজিদের ইমামকে ছুরিকাঘাত

0

পেকুয়ায় মসজিদে ঢুকে ইমাম হাফেজ ইমতিয়াজ সায়েমকে (৩০) ছুরিকাঘাত করা হয়েছে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। আহত ইমাম পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটার হাজি আছহাব মিয়া জামে মসজিদের পেশ ইমাম।

রোববার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ইমাম সায়েম জানান, ভোর সাড়ে ৫টার দিকে তিনি মসজিদের বারান্দায় বসে কোরআন তেলওয়াত করছিলেন। এ সময় মুখোশধারী এক ব্যক্তি মসজিদে ঢুকে তার পিঠে ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জয়নিউজ/গিয়াস/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM