বান্দরবানে ইভটি‌জিংয়ের দায়ে যুবক আটক

0

বান্দরবানে ইভটি‌জিংয়ের দায়ে মো. ইউসুফ (৩২) নামে এক যুবককে আটক করেছে পু‌লিশ। রোববার (২০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

আটক যুবক লাঘাটার ফান‌ছিঘোনার মৃত মাহফুজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, জেলা শহরের ইসলামী ফা‌জিল মাদ্রাসার ৭ম শ্রেণির এক ছাত্রী‌কে ইভ‌টিজিংয়ের দা‌য়ে মাদ্রাসার সাম‌নে থে‌কে এক যুবক‌কে আটক করে পু‌লিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদরাসার ছু‌টির পর এক বখা‌টে ওই ছাত্রী‌কে জোর ক‌রে টেনে ‌নি‌য়ে যাওয়ার চেষ্টা ক‌রে। স্থানীয় লোকজন ছাত্রী‌টিকে উদ্ধার ক‌রে বখা‌টে ইউসুফকে আটক ক‌রে। প‌রে ঐ বখা‌টে‌কে পু‌লি‌শের কা‌ছে সোপর্দ করা হয়।

এ বিষ‌য়ে পু‌লি‌শের উপ প‌রিদর্শক (এসআই) মো. রফিক জয়নিউজকে জানান, ৭ম শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে ইউ‌টি‌জিং করার খবর পে‌য়ে ঘটনাস্থল থে‌কে ইভ‌টিজারকে আটক ক‌রা হয়। আট‌কের পর তার প‌কে‌ট থে‌কে এক পু‌রিয়া গাঁজা পাওয়া যায়। তার বিরু‌দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জয়নিউজ/শহীদ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM