সিলেট পর্ব শেষে দেখে নিন কার অবস্থান কেমন

বিপিএল ২০১৯

0

নতুন বছরের শুরুতেই স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নাররা যোগ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরকে ভিন্ন মাত্রা দেন। কুমিল্লার হয়ে প্রথম দুই ম্যাচ খেলে ইনজুরির কারণে ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় ফিরে যান স্মিথ। একই কারণে সিলেট সিক্সার্সের জার্সিতে টানা সাত ম্যাচ খেলে বাড়ি ফিরছেন অজিদের সাবেক সহ অধিনায়ক ওয়ার্নারও।

ঢাকায় প্রথম পর্বের পর সিলেট মাতিয়েছে সাতটি ফ্রাঞ্চাইজি। রোববার (২০ জানুয়ারি) বিরতির পর সোমবার (২১ জানুয়ারি) থেকে ফের মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে বিপিএল।

ঢাকায় দেখতে পাওয়া যাবে এবি ডিভিলিয়ার্স, লাসিথ মালিঙ্গা, জেসন রয়দের ক্রিকেট জাদু। সঙ্গে ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, সুনীল নারিনরাতো আছেনই। ঢাকার প্রথম পর্ব ও সিলেট পর্ব শেষ হওয়ার পর বিপিএলে কার অবস্থান কোথায়, আসুন দেখে নিই।

এক নজরে বিপিএলের সবশেষ পয়েন্ট তালিকা:

 

দল

 

ম্যাচ জয় পরাজয় পয়েন্ট নেট রান রেট
ঢাকা ডায়নামাইটস ১০ ১.৯৪
চিটাগং ভাইকিংস ০.৩৫৬
কুমিল্লা ভিক্টোরিয়ান ০.২২৬
রংপুর রাইডার্স

 

০.২৪৬
রাজশাহী কিংস

 

-০.৭৫
সিলেট সিক্সার্স

 

-০.৮০৯
খুলনা টাইটানস

 

-০.৯৪৫
জয়নিউজ/শহীদ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM