মহেশখালীতে সন্ত্রাসী নিহত

0

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল মালেক (৩৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে।

সোমবার (১৩ আগস্ট) সকাল ১১টায় মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের একটি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মালেক মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার বশির আহমদের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ৮টি মামলা রয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, শাপলাপুরের একটি পাহাড়ে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের অবস্থান বুঝতে পেরে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে পাহাড়ে আব্দুল মালেকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া ৫টি দেশীয় অস্ত্র, ৪০ লিটার চোলাই মদ ও ৫শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।

নিহতের মরদেহ উদ্ধার করে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM