সাংবাদিক আমানুল্লাহ কবীর স্মরণসভা

0

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউজে) একাংশের সাবেক সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার ( বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক আমানুল্লাহ কবীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১৯ জানুয়ারি ) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) উদ্যোগে সিএমইউজে মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক মুস্তফা নঈমের সভাপতিত্বে স্মরণসভায় অংশ নেন সাংবাদিক নেতা জাহিদুল করিম কচি, মো. শাহ্ নওয়াজ, সালেহ নোমান, দিদারুল হক, সাইফুল ইসলাম শিল্পী, মো. হোছাইন, নুরুল আমিন মিন্টু, আবদুল করিম ও জামাল হাওলাদার।

আমানুল্লাহ কবীরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনে ও দেশের স্বার্থে রাজনৈতিক কিংবা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে কথা বলতে কখনো কুণ্ঠাবোধ করতেন না তিনি।

সভা শেষে দোয়া মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন প্রবীণ সাংবাদিক ছগির আহমদ।

জয়নিউজ/বিশু/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM