রাখাইনে সেনা অভিযানে আরাকান আর্মির ১৩ সদস্য নিহত

0

সেনাবাহিনীর অভিযানে মিযানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ১৩ সদস্য নিহত হয়েছেন।

সম্প্রতি সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে সেনাবাহিনীকে ফের অভিযান চালানোর নির্দেশ দেয় দেশটির সরকার।

এর প্রেক্ষিতে চালানো অভিযানে আরাকান আর্মির ১৩ সদস্য নিহত হন। সেনাবাহিনীর এক মুখপাত্র শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন।

দেশটির সেনা প্রধান জেনারেল তুন তুন নি শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘চলতি মাসের ৪ থেকে ১৬ তারিখের মধ্যে এই অঞ্চলে আটটি সংঘর্ষ ও পাঁচটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ‘‘শত্রুপক্ষের’’ ১৩টি মরদেহ ও অস্ত্র-সরঞ্জাম উদ্ধার করা হয়। তাছাড়া আমাদের বেশ কিছু সেনা নিহত ও আহত হয়েছেন।’

জয়নিউজ/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM