২০২২ ফুটবল বিশ্বকাপেই ৪৮ দল?

0

২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ হতে পারে ৪৮ দলের অংশগ্রহণে। ফিফা সভাপতি আভাস দিয়েছেন এমনটাই।

বৃহস্পতিবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, কাতারে অনুষ্ঠেয় ২০২২ বিশ্বকাপেই ৪৮ দলের অংশগ্রহণ দেখা যেতে পারে।

জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘কাতারিরা এই (৪৮ দলের বিশ্বকাপ) আইডিয়া নিয়ে কাজ করছে। তারা এটা নিয়ে ইতিবাচক। ফেডারেশনের প্রায় সবাই এটাকে সাপোর্ট করছেন। তবে আপনাকে এটা দেখতে হবে যে, সাংগঠনিক পর্যায়ে এর সম্ভাব্যতা কতটা।’

এর আগে ২০২৬ সালের আসরে বিশ্বকাপের দলসংখ্যা ৪৮-এ উন্নীত করার পরিকল্পনা করেছিল ফিফা। কিন্তু এবার চার বছর আগেই সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

জয়নিউজ/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM