ঈদের অনুষ্ঠানে অপু

0

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। চলচ্চিত্রে বেশ কিছুদিন তার উপস্থিতি নেই। গেল রোজার ঈদে শাকিব খানের সাথে তার অভিনীত ‘পাংকু জামাই’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এবার ঈদে অপুর কোনো ছবি না থাকলেও, ছোট পর্দার একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন তিনি।

‘উৎসব আনন্দে প্রিয়মুখের সাথে’ নামের একটি ঈদ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন অপু বিশ্বাস। এতে আরও থাকবেন ফেরদৌস, নিপুণ ও নীরব। অনুষ্ঠানে তারকাদের শৈশব, এখনকার ঈদ এবং সিনেমা ক্যারিয়ার প্রভৃতি বিস্তারিত বিষয় উঠে আসবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মৌটুসি বিশ্বাস। ঈদের দিন বিকাল পাঁচটায় বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের পর্দায় প্রচার হবে এটি।

উল্লেখ্য, অপু বিশ্বাস বর্তমানে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ^শুরবাড়ি জিন্দাবাদ-টু’ ছবিতে অভিনয় করছেন। ছবিতে তার নায়ক বাপ্পি চৌধুরী।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM