পাঁচ ঘণ্টা চেষ্টার পর এ কে খানের আগুন নিয়ন্ত্রণে

0

নগরের এ কে খান মোড়ে লাগা আগুন দীর্ঘ পাঁচ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। প্লাস্টিক কোম্পানি আরএফএলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৮টি গুদামে লাগে এই আগুন।

রাত সাড়ে দশটায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. জসিম উদ্দীন জয়নিউজকে বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের ১৭টি গাড়ির সমন্বিত প্রচেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। গুদামগুলোতে প্লাস্টিক, বিভিন্ন দাহ্য পদার্থ ও তুলা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের বেগ পেতে হয়েছে।

তিনি আরো জানান, ক্ষয়-ক্ষতি আনুমানিক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। তবে এ বিষয়ে সঠিক তথ্য পেতে আরো সময় লাগবে।

এর আগে শুক্রবার (১৮ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আরএফএলের প্লাস্টিকের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের গুদামগুলোতেও ছড়িয়ে পড়ে। ওই গুদামগুলোতে দাহ্য পদার্থ (কেমিক্যাল) ও তুলা থাকায় আগুনের তীব্রতা ক্রমেই বাড়তে থাকে।

জয়নিউজ/ফারুক/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM