নারী আসনে আ’ লীগের ফরম বিক্রির শেষদিন আজ

0

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির শেষদিন শুক্রবার (১৮ জানুয়ারি)। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফরম সংগ্রহ করতে পারবেন মনোনয়নপ্রত্যাশীরা। রোববার (২০ জানুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত ফরম জমা নেওয়া হবে।

গত তিনদিনে ১ হাজার ৩৮৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জমা দিয়েছেন ৬০০ জন। প্রতিটি ফরমের মূল্য ৩০ হাজার টাকা হিসেবে এ পর্যন্ত দলের ফান্ডে আয় হয়েছে ৪ কোটি ১৫ লাখ ৮০ হাজার টাকা।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ।

জয়নিউজ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM