আটকে গেল ‘শনিবার বিকেল’

0

কিছুদিন আগে ঘটা করেই খবর বেরিয়েছিল ছাড়পত্র পেতে পাচ্ছে মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ছবি ‘শনিবার বিকেল। ছবিটির ছাড়পত্র আপাতত স্থগিত করেছে সেন্সর বোর্ড।

ছবিটি নির্মিত হয়েছে ২০১৬ সালে ঢাকার হলি আর্টিজানে ঘটা নির্মম সন্ত্রাসী হামলার ছায়া ধরে! বিষয়টি ফারুকী সরাসরি স্বীকার না করলেও, দেশি ও বিদেশি গণমাধ্যমে এমনটাই সংবাদ বেরিয়েছে। হয়তো সে কারণেই আটকে গেল এ ছবির ছাড়পত্র।

মোস্তফা সরওয়ার ফারুকীর নতুন এ ছবিতে কাজ করছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি। সে সঙ্গে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিতে একেবারে ভিন্ন গেটআপে আছেন অভিনেতা জাহিদ হাসান। ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM