সীতাকুণ্ডে ১০ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ আটক

0

সীতাকুণ্ড থানার ফৌজদারহাটে কাঠ বোঝাই একটি কাভার্ডভ্যান থেকে ১০ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

বুধবার (১৬ জানুয়ারি) ভোরে স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ কাঠগুলো জব্দ করা হয়।

আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ঢাকামুখী একটি কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো-ন-১১-০১৩২) ফৌজদারহাট চেক স্টেশন অতিক্রম করার সময় আটক করা হয়। এসময় কাভার্ডভ্যানের ভিতরে তল্লাশি চালিয়ে ১০ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা।

এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

জয়নিউজ/ফয়সাল/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM