পেকুয়ায় দুই সন্তানের জননীর মৃত্যু

0

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে পড়ে সাকেরা বেগম (৩৫) নামের দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে পেকুয়া সদর ইউনিয়নের মৌলভী পাড়ার মো. আজিমের স্ত্রী।

বুধবার (১৬ জানুয়ারি) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।

পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাকেরা বেগম দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। বুধবার দুপুরে সে পুকুরে গোসল করতে গেলে পুকুরে ডু্বে যায়।

পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া জয়রিউজকে বলেন, মহিলাটি মৃগী রোগী ছিলেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

জয়নিউজ/গিয়াস উদ্দিন/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM