পেঁয়াজ এখন গো-খাদ্য!

পেঁয়াজের দাম এতটাই পড়ে গেছে যে ভারতের চাষিদের কষ্টের ফলানো পেঁয়াজ এখন গরুর খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে।কলকাতায় কেজি প্রতি পেঁয়াজ এখন মাত্র পাঁচ পয়সায় বিক্রি হচ্ছে!

- Advertisement -

ভারতীয় গণমাধ্যম জানায়, নাশিকের নিপাড এলাকায় গত নভেম্বরে কেজিপ্রতি ১ টাকা ৪১ পয়সা করে পেঁয়াজ বিক্রি হয়েছে।

- Advertisement -google news follower

এ নিয়ে দেশটিতে শোরগোল হওয়ায় প্রধানমন্ত্রীর দফতর থেকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়।নাশিকের পেঁয়াজ চাষিদের কাছে গিয়ে তাদের সমস্যা সমাধানের আশ্বাসও দেন প্রশাসনের কর্মকর্তারা। দু’মাস পেরিয়ে গেলেও সমস্যার কোনো সমাধান হয়নি।

এদিকে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে চাষির ঘরে। পুরানো পেঁয়াজের চারা বেরিয়ে যাচ্ছে। এখন বাজারে কেজিপ্রতি ৫ পয়সা পেঁয়াজের দর। তাই পেঁয়াজ তারা বিক্রি করছেন না। আবার কষ্টের ফলানো পেঁয়াজ ফেলেও দিতে পারছেন না কৃষকরা ।

- Advertisement -islamibank

কৃষকদের এ সমস্যার সমাধানে রাখালরা গরুর গাড়ি নিয়ে এসে পেঁয়াজ তুলে নিয়ে যাচ্ছে। তারা সেই পেঁয়াজ গরুকে খাওয়াচ্ছে।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM