তারা অবৈধ ও ভোট সন্ত্রাসী: রিজভী  

গণভবনে রাজনৈতিক দলগুলোকে ডাকা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

- Advertisement -

তিনি বলেছেন, তারা একবার বলছেন সংলাপ, আবার পরে বলেছেন শুভেচ্ছা বিনিময়। এটা সরাসরি জনগণের সঙ্গে প্রতারণা। আওয়ামী লীগের কথার সঙ্গে যে কাজের মিল নেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যই তার প্রমাণ।

- Advertisement -google news follower

মঙ্গলবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী এ অভিযোগ করেন।

বিবৃতিতে রিজভী বলেন, আমরা বলেছি, আপনারা ভুয়া ভোটের যে নির্বাচন করেছেন, সেটা বাতিল করুন এবং এজেন্ডা কি সেটা ঠিক করুন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের নোংরা কৌশল অবলম্বন করে জনগণের ভোটাধিকার ছিনতাই করা হয়েছে। যারা এখন নিজেদের সরকার বলে দাবি করছে, তারা অবৈধ ও ভোট সন্ত্রাসী।

- Advertisement -islamibank

রিজভী বলেন, খালেদার জনপ্রিয়তাকে ভয় পায় আওয়ামী লীগ। ‘মিথ্যা ও সাজানো’ মামলায় খালেদাকে বন্দি করার মূল কারণই ছিল সংসদ নির্বাচন।

খালেদা জিয়াকে বাইরে রেখে ভোট ডাকাতির এ রকম নির্বাচন সম্ভব ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM