বাজিমাত ‘সিম্বা’

0

রণবীর সিং অভিনীত ‘ সিম্বা’র আয় এখন ৩৫০ কোটি রুপি! গত বছরের শেষ সপ্তাহে মুক্তি পাওয়া এ চলচ্চিত্রটি লাগামহীন গতিতে এগুচ্ছে। রোহিত শেঠি পরিচালিত এ ছবিতে রণবীরের বিপরীতে রয়েছেন সারা আলি খান। নবীন এ নায়িকা প্রথমবারের মতো ৩০০ কোটি রুপির স্বাদ পেলেন।

‘সিম্বা‘ র মাধ্যমে পরিচালক রোহিত শেঠিও অনন্য উচ্চতায় উঠে যাচ্ছেন। এর আগে তার টানা আটটি ছবি শুধু ভারতে ১০০ কোটি রুপির কাছাকাছি আয় করেছিল!
‘সিম্বা’র এমন সাফল্যে এর প্রযোজক করণ জোহর ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ধর্ম প্রডাকশন সত্যিই আপ্লুত। অফিসিয়ালি এটা আমাদের বড় হিট হতে যাচ্ছে।

রণবীর সিংয়ের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্রটিও ‘সিম্বা’ হতে পারে এবার। রণবীরের আগের চলচ্চিত্র ‘পদ্মাবত’ ৫৮৫ কোটি রুপি ঘরে তুলেছিল।
‘সিম্বা’য় সারা আলি খান, রণবীর সিং ছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সনু সুদ।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM