নম্বর ঠিক রেখে মোবাইল অপারেটর বদলে খরচ কমলো

নম্বর ঠিক রেখে মোবাইল অপারেটর বদলে খরচ কমেছে। এখন থেকে গ্রাহকরা মাত্র ৫৮ টাকায় সেবাটি নিতে পারবেন।

- Advertisement -

সোমবার (১৪ জানুয়ারি) এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে সরকার। এর আগে অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

- Advertisement -google news follower

গেজেটে বলা হয়, ‘এমএনপি সেবাগ্রহণের ক্ষেত্রে, বর্তমান অপারেটরের সিমকার্ডের পরিবর্তে নতুন অপারেটরের সিম কার্ড গ্রহণের ক্ষেত্রে, প্রতিটি সিমকার্ডের বিপরীতে উহাদের উপর আরোপনীয় সমুদয় মূ্ল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অব্যাহতি দেওয়া হলো।’

এখন এ সেবা নিতে গ্রাহককে ৫০ টাকা চার্জের সঙ্গে সিম রিপ্লেসমেন্ট ট্যাক্স এবং ভ্যাটসহ মোট ১৫৮ টাকা খরচ দিতে হয়।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, গত অক্টোবর থেকে নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল বা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবার বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM