সংরক্ষিত নারী আসনের তফসিল ১৭ ফেব্রুয়ারি

0

সংরক্ষিত নারী আসনে নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে আগামী ১৭ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি ৫০ জন জনপ্রতিনিধি নির্বাচনের জন্য ভোটারদের তালিকা প্রকাশ করা হবে।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।

হেলালুদ্দীন আহমদ বলেন, “সংরক্ষিত ৫০ আসনের প্রার্থী মনোনয়নের বিষয়ে সংসদে প্রতিনিধিত্বকারী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের দল ও জোটগত অবস্থান জানাতে চিঠি দেওয়া হবে। ৩০ জানুয়ারির মধ্যে এ বিষয়ে কমিশনকে অবহিত করতে হবে।”

প্রসঙ্গত, সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।

জয়নিউজ/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM