আঁচলের ‘জার্নি’

0

বড়পর্দায় ফেরার প্রস্তুতি জোরেশোরেই নিচ্ছিলেন চিত্রনায়িকা আঁচল। তবে কিছুটা হঠাৎ করেই আঁচল আবারও ফিরছেন ওয়েব সিরিজে।
এ সিরিজে আঁচলের সাথে আরও রয়েছেন ইমতু রাতিশ, বিপাশা কবির, সঞ্জু জন ও পাপিয়া। ৩০ জানুয়ারি থেকে এর শুটিং শুরু হবে।

আঁচল অভিনীত দ্বিতীয় অনলাইনভিত্তিক নতুন এই সিরিজটির নাম ‘জার্নি’। এটি পরিচালনা করছেন অনন্য মামুন।

আঁচল বলেন, একটি চলচ্চিত্রের বিষয়ে আলোচনা এগিয়েছে। অন্যদিকে ওয়েব সিরিজের বিষয়টি বেশ ভালো লাগছে। তাই করছি।

এর আগে ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজে আইরিন চরিত্রে অভিনয় করেছেন আঁচল। এটি ২৩ জানুয়ারি ইউটিউবে অবমুক্ত হবে।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM