কণিকার শীতবস্ত্র বিতরণ ও ফ্রি স্বাস্থ্যসেবা

চকরিয়া উপজেলার রংমহল গ্রামের দুই শতাধিক দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং ফ্রি স্বাস্থ্যসেবা দিয়েছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘কণিকা ।

- Advertisement -

শনিবার (১২ জানুয়ারি) রংমহল সমিতি ষষ্ঠবারের মতো এ কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাঈদ আহমেদ নাসিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন  কক্সবাজার-১ এর সাংসদ জাফর আলম।

- Advertisement -google news follower

অনুষ্ঠানে নাঈমুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন  চবি শিক্ষক প্রফেসর মনসুর উদ্দিন আহমেদ, ঢাকা গুলশানের এএসপি জুনাইদ আলম সরকার, রংমহল সমিতির সভাপতি আবদুর রহমান, পরিচালক মিজানুর রহমান, কণিকার সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েম, আহ্বায়ক ইশতিয়াক সবুজ। সূচনা বক্তব্য রাখেন কণিকার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সাইফুল্লাহ মনির ।

পরে গ্রামের দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও ভ্যাসলিন প্রদান করা হয়। সেইসঙ্গে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করা হয়।

- Advertisement -islamibank

এছাড়া সংগঠনের উদ্যোগে স্থানীয় যুবকদের মাদকের কুফল ও রক্তদানে সচেতন করতে সচেতনতামূলক কর্মশালাও অনুষ্ঠিত হয়।

জয়নিউজ/ফয়সাল/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM