পার্লামেন্টের বাইরেও বিরোধী দল হয়: খালেদা জিয়া

0

বিরোধী দল শুধু পার্লামেন্টের ভেতরেই হয় না, পার্লামেন্টের বাইরেও বিরোধী দল হয়। যারা জনগণের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে তারাই বিরোধী দল।

রোববার (১৩ জানুয়ারি) দুপুরে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে নাইকো দুর্নীতি মামলার শুনানির সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ মন্তব্য করেন।

এই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ তাঁর নিজের পক্ষে শুনানিতে বলেন, আজ আমরা বিরোধী দলে আছি বলেই বিপদে পড়েছি।

এ সময় পাশ থেকে এক আইনজীবী প্রশ্ন করেন, আপনারা কি বিরোধী দলে আছেন। এর জবাবে খালেদা জিয়া এ কথা বলেন।

এর আগে রোববার দুপুর ১২টা ২০ মিনিটে খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে আদালতে হাজির করা হয়।

দুদকের সহকারী পরিচালক মু. মাহবুবুল আলম সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি করেন।

মামলা সূত্রে জানা যায়, কানাডিয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জয়নিউজ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM