পেকুয়ায় ব্যানার টাঙাতে গিয়ে আ’লীগ নেতা বিদ্যুৎস্পৃষ্ট

0

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আওয়ামী লীগ নেতা জামাল হোসেন (৪০) গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার বারবাকিয়া ইউনিয়নের রাহাত আলী পাড়ার আহমদ মিয়ার ছেলে।

জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য এক চেয়ারম্যানপ্রার্থী্র নির্বাচনি ব্যানার টাঙাতে গিয়ে রবিবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ গেইট চৌমুহনী স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী চৌমুহনী স্টেশনের ব্যবসায়ী জসিম উদ্দিন জানায় এয়ার মোহাম্মদের মালিকানাধীন মার্কেটের ছাদে জামাল হোসেনসহ দু’জন ব্যক্তি ব্যানার টাঙাচ্ছিল। এ সময় হঠাৎ জামাল হোসেন বিদ্যুৎ তারে জড়িয়ে পড়ে। আমি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেমের ছোট ভাই আবুল হাসেম টুনুসহ জামাল হোসেন বিদ্যুৎ তারে জড়িয়ে ছটফট করতে দেখে ছাদে উঠে তাকে উদ্ধার করি।

পেকুয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মুজিবুর রহমান জয়নিউজকে বলেন, রোগির অবস্থা আশাংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জয়নিউজ/গিয়াসউদ্দিন/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM