সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত

0

সীতাকুণ্ডে ঢাকাগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় মোহাম্মদ হাসান (২২) নামে অপর এক মাইক্রোবাসের হেলপারের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় পিএইচপি গেইটের সামনে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ডের পিএইচপি গেইট এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস অপর একটি স্কুল মাইক্রোবাসের হেলপার মোহাম্মদ হাসানকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আনা হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসান সীতাকুণ্ড থানার বড় কুমিরার মৃত আবুল কাসেমের ছেলে।

জয়নিউজ/ফয়সাল/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM