টেকনাফে ফের ইয়াবাসহ দুই গুলিবিদ্ধ লাশ উদ্ধার

0

এক সপ্তাহের ব্যবধানে কক্সবাজারের টেকনাফে আবার ইয়াবাসহ দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

হ্নীলা মাঈন উদ্দিন কলেজের পাশ থেকে শনিবার (১২ জানুয়ারি) সকালে অজ্ঞাত পরিচয় লাশ দু’টি উদ্ধার করে পুলিশ।

এসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, স্থানীয়রা  মাঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের পাশে লাশ দু’টি পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতদের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তবে তাদের নামপরিচয় এখনো জানা যায়নি।

জয়নিউজ/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM