শীতবস্ত্র নিয়ে অসহায়দের পাশে স্বপ্ন মিছিল

0

দেড় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ ও এতিম শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে সামাজিক সংগঠন স্বপ্ন মিছিল।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বোয়ালখালীর কড়লডাঙ্গাসহ আশেপাশের কয়েকটি গ্রামে সংগঠনের ৫৩তম কর্মসূচি হিসেবে এ নিয়ে নবম বারের মত শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

স্বপ্ন মিছিল শীতবস্ত্র বিতরণ উপ-কমিটির আহ্বায়ক এস এম আরাফাতের সভাপতিত্বে এ আয়োজনে উপস্থিত ছিলেন মো. নুরুল ইসলাম রহিমী, সাইফুল ইসলাম ও মো. ইউনুস।

এতে আরো উপস্থিত ছিলেন স্বপ্ন মিছিল সংগঠনের সভাপতি অভিজিত বড়ুয়া রৌদ্র, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জনি, সদস্য আশিক, তাজিন, বিপলু, ফারুক, তৃষা, রানা, রিমন, আকাশ, নাছরীন, বশির, রম্পী, দিদার, মাসুদ, ইসমাইল, এহসান, শাহাদাত, রবিউল, জাকির, মোবারক, ইলোরা, মাহাবুব, মাসুম, বাবলু, নেজাম, সবুজ ও সাইফুল।

জয়নিউজ/পার্থ নন্দী/বিশু

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM